মাগুরায় দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
মাগুরায় রাশিদা বেগম (৪৫) ও খাদিজা বেগম (৪৭) নামে দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে শহরতলীর ঢাকা রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাশিদা বেগম মাগুরার শ্রীপুর উপজেলার বড়ালীদহ গ্রামের মৃত আহমদ শেখের স্ত্রী এবং খাদিজা বেগম যশোর জেলার কোসমত নওয়াপাড়া গ্রামের মো. রাজ্জাক সর্দ্দারের স্ত্রী।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, দীর্ঘ দিন ধরে তারা মাগুরায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।
মাগুরা জেলা ডিবির ওসি ইমাউল হক জাগো নিউজকে বলেন, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রাশিদা বেগম ও খাদিজা বেগমকে শহরতলীর ঢাকা রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের শরীরের বিভিন্ন জায়গায় সু-কৌশলে লুকিয়ে রাখা ২০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।
আরাফাত হোসেন/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ