EN
  1. Home/
  2. দেশজুড়ে

কক্ষে পড়ে ছিল প্রেমিক যুগলের লাশ

জেলা প্রতিনিধি | মুন্সিগঞ্জ | প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ২৫ নভেম্বর ২০২০

মুন্সিগঞ্জের সদর উপজেলায় একই বাড়ি থেকে নারী ও পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুজনের নাম জয় মজুমদার ও মিতু সরকার বলে জানা গেছে। জয়ের বাড়ি কুমিল্লা জেলার সদর দক্ষিণ এলাকায় ও মিতুর বাড়ি মুন্সিগঞ্জের ফুলতলা নমকান্দি গ্রামে।

পরিবার সূত্রে জানা গেছে, মিতু সরকার ও জয় মজুমদার উভয়ই বিবাহিত ছিলেন। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। মিতু সরকারের ভাড়া বাসায় কয়েক দিন আগে আসেন জয় মজুমদার।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শহরের বাগমামুদালীপাড়া থেকে নারী ও পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত খতিয়ে দেখার জন্য ঢাকা থেকে সিআইডির ক্রাইম সিন ঘটনাস্থলে আসছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

ভবতোষ চৌধুরী নুপুর/এসআর/এমকেএইচ