ঘুমন্ত মায়ের পাশ থেকে ১৫ দিনের শিশু উধাও
সাতক্ষীরায় দিনেদুপুরে মায়ের পাশে ঘুমিয়ে থাকা ১৫ দিন বয়সী একটি শিশু চুরি হয়ে গেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার হাওয়ালখালী গ্রামে এ ঘটনা ঘটে।
শিশুটির নাম সোহান হোসেন। সে ওই গ্রামের সোহাগ হোসেন ও ফাতেমা খাতুন দম্পতির সন্তান।
শিশুটির মা ফাতেমা খাতুন জানান, বৃহস্পতিবার দুপুরে তিনি ঘরের বারান্দায় মশারির নিচে ছেলেকে পাশে নিয়ে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে দেখেন ছেলে পাশে নেই। অনেক খোঁজাখুঁজি করেও ছেলেকে খুঁজে পাননি।
সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, সন্ধ্যার পর ঘটনাটি জানতে পেরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে মাঠে রয়েছে পুলিশ।
তিনি বলেন, শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি। পুলিশ তৎপর হয়ে কাজ করছে। আশা করছি দ্রুতই শিশুটিকে খুঁজে পাওয়া যাবে।
আকরামুল ইসলাম/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা