নিখোঁজের দুই দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
কুমিল্লার দেবিদ্বারে আ. রশিদ (৫০) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার বাগুর থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত আ. রশিদ বাগুর গ্রামের মৃত হাজী আবদুল গফুরের ছেলে। তিনি পেশায় কাঁচামাল ব্যবসায়ী।
পুলিশ জানায়, রোববার রাত থেকে নিখোঁজ হন আ: রশিদ । এরপর মঙ্গলবার বিকেলে নিজ গ্রামের একটি বাড়ির পেছনে তার মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
দেবিদ্বার থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহেল জাগো নিউজকে জানান, ধারালো অস্ত্রের আঘাতে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার পুরো শরীরেই আঘাতের চিহৃ রয়েছে।
তিনি আরো জানান, ঘাতকরা ওই ব্যক্তির মৃত্যু নিশ্চিত করার পর তার মুখমন্ডল ক্ষতবিক্ষত করে দিয়েছে। পুলিশ এখনো ওই হত্যাকাণ্ডের মোটিভ বের করতে পারেনি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
দেবিদ্বার পুলিশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
কামাল উদ্দিন/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অদক্ষতার কারণে কম বেতনের চাকরিতেও বেশি খরচে বিদেশে যায় শ্রমিকরা
- ২ যৌথবাহিনীর অভিযানে আটকের পর বহিষ্কৃত যুবদল নেতার মৃত্যু
- ৩ কুড়িগ্রামে বাড়ছে শীতের দাপট, ১২ ডিগ্রিতে তাপমাত্রা
- ৪ বাজারের অনিশ্চয়তায় থমকে আছে চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতি
- ৫ ফোন কিনতে বন্ধুদের নিয়ে বাড়িতে ডাকাতির নাটক, ৩ কিশোর গ্রেফতার