যুবলীগ নেতার রান্নাঘরে মিলল তিনটি পেট্রলবোমা
ফাইল ছবি
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় যুবলীগ নেতার রান্নাঘর থেকে তিনটি তাজা পেট্রলবোমা উদ্ধার করা হয়েছে।
শনিবার (৫ ডিসেম্বর) সকালে দেবহাটার সখিপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা গ্রামের আব্দুল ওয়াবের ছেলে উপজেলা যুবলীগের সহ-সম্পাদক মহিউদ্দীন গাজীর রান্নাঘর থেকে ওই পেট্রলবোমা উদ্ধার করা হয়।
আইনের চোখে অপরাধী সাজাতে ষড়যন্ত্রের অংশ হিসেবে এমনটি করা হতে পারে বলে পুলিশ ধারণা করছে।
স্থানীয় সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন বলেন, শুক্রবার (৪ ডিসেম্বর) রাতে কে বা কারা যুবলীগ নেতা মহিউদ্দীন গাজীর বাড়ির রান্নাঘরের মধ্যে তিনটি পেট্রলবোমা রেখে যায়। শনিবার সকালে মহিউদ্দীনের স্ত্রী রান্না করার জন্য ওই ঘরে প্রবেশ করলে খাটের নিচে পরিত্যক্ত অবস্থায় একটি প্যাকেট দেখতে পেয়ে তাকে জানালে তিনি থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং একটি প্যাকেট থেকে তিনটি তাজা পেট্রলবোমা উদ্ধার করে।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ইতোমধ্যে তদন্তে নেমেছে। পুলিশের পাশাপাশি র্যাবও মাঠে রয়েছে বলে জানান তিনি।
আকরামুল ইসলাম/এআরএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা