চাঁদপুরে ১০ দোকানে ডাকাতি, আহত ৪
প্রতীকী ছবি
চাঁদপুরের হাইমচর উপজেলার তেলিরমোড় বাজার এলাকায় ১০টি দোকানে মঙ্গলবার রাত দেড়টার দিকে ডাকাতি হয়েছে।
২০/২৫ জনের সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে দোকানে থাকা নগদ প্রায় ৫ লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
ডাকাতদের হামলায় আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
ডাকাতির শিকার দোকানের মধ্যে রয়েছে ২টি গার্মেন্টস, ৩টি জুয়েলারি এবং ৫টি মুদি ও স্টেশনারি দোকান।
পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাতে ২০/২৫ জনের একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ১০টি দোকানের তালা ভেঙে প্রবেশ করে। এসময় তারা দোকানে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। তাদের বাধা দিতে গিয়ে ব্যবসায়ী ও নৈশপ্রহরীসহ ৪ জন আহত হয়েছে। তেলির মোড় বাজারের ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে ডাকাত দলকে ধরার চেষ্টা করলে তারা ট্রলারযোগে পালিয়ে যায়।
ইকরাম চৌধুরী/এমএএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান