ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ব্যবসায়িক কাজে বেরিয়ে ফিরলেন লাশ হয়ে

জেলা প্রতিনিধি | মেহেরপুর | প্রকাশিত: ০৫:৫২ পিএম, ০৮ ডিসেম্বর ২০২০

কুষ্টিয়ার বলিদাপাড়া মাঠ থেকে জাফর ইকবাল নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে এ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশ।

নিহত জাফর ইকবাল মেহেরপুরের গাংনীর পিয়াস পোল্ট্রি ফিডের মালিক বলে জানা গেছে।

তিনি গাংনী উপজেলার গোপালনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের ছেলে। তার মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস জানান, দুপুরে স্থানীয়দের খবরের ভিত্তিতে বলিদাপাড়া গ্রামের মসলেম মণ্ডলের তামাকের জমির পাশের খালের কাছে একটি নিম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে প্রতিদিনের মতো সোমবার (৭ ডিসেম্বর) সকালে ব্যবসায়িক কাজে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে জাফরের মৃত্যু খবর পাওয়া যায়। ব্যবসায়িক লেনদেনের কারণে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে জাফরের পরিবার।

আসিফ ইকবাল/এসএমএম/এমএস