ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নিহত ৪ শ্রমিকের দ্বিতীয় জানাজা সকালে, এলাকায় শোকের ছায়া

জেলা প্রতিনিধি | পটুয়াখালী | প্রকাশিত: ০১:১৮ এএম, ০৯ ডিসেম্বর ২০২০

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘনায় পটুয়াখালীর বাউফলের নিহত ৪ জনের দ্বিতীয় জানাজা আজ সকালে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাত-১২টায় বিষয়টি নিহতদের স্বজনরা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ফোরকান মোল্লার ছেলে মো. নজরুল ইসলাম (২৫), মোকলেছ আকনের ছেলে রিয়াজ আকন (২৩), খালেক হাওলাদারের ছেলে সোবাহান হাওলাদার (২২) ও চাঁনমিয়া মৃধার ছেলে বাবুল মৃধা (২৪)। তারা প্রত্যেকই ঢাকার ধোলাইখাল এলাকার মেশিনারি ট্রান্সপোর্টের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের স্বজনেরা জানান, ঢাকা থেকে একটি ট্রাকে করে প্রেস মেশিন নিয়ে উত্তরবঙ্গে বগুড়া যাচ্ছিলেন নির্মাণ শ্রমিক নজরুল, রিয়াজ, সোবাহান ও বাবুল মৃধা। এ সময়ে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দ ইউনিয়নের ফ্লাইওভারের কাছে পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নিহত হন তারা।

নিহত শ্রমিকদের সর্দার মাহ্বুব মুঠোফোনে বলেন, মঙ্গলবার রাত ১০টা ১৩ মিনিটে নিহতদের শেষ গোসলসহ আনুষ্ঠানিকতার সম্পন্ন হয়। রাত ১১টায় ঢাকার দয়াগঞ্জ মসজিদের সামনে নিহতদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর লাশবাহী গাড়ি নিয়ে আমরা বাউফলের নওমালার দিকে রওনা হইছি। গাড়ির পথ পৌছানোর সঠিক সময় বলা যাচ্ছে না।

নওমালা এলাকার বাসিন্দা মনির বলেন, সকালে বাউফলের নওমালা বিএডিসি ও ডিগ্রি কলেজ এলাকার মাঝখানের মাঠে নিহতদের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

নওমালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাদা হাওলাদার বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়া নওমালা ইউনিয়নের ৪ জনের মৃত্যু অত্যন্ত বেদনার। তাদের মৃত্যুতে সমগ্র ইউনিয়নে শোকের মাতম চলছে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা ইউনিয়নের ফ্লাইওভারের কাছে সড়ক দুর্ঘনায় ৫ জন নিহতের ঘটনা ঘটে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমআরএম