ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ০৯ ডিসেম্বর ২০২০

সাতক্ষীরা-ভোমরা সড়কের নওয়াবেকাটি এলাকায় ট্রাক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন।

বুধবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করে পুলিশ। তবে চালক পালিয়েছেন।

নিহতরা হলেন- ভোমরা এলাকার বাবর আলীর ছেলে মোটরসাইকেলচালক কবির হোসেন (৪০) ও আরোহী পাথর ব্যবসায়ী নওয়াপাড়া এলাকার সাধন।

ভোমরা ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক বিশ্বজিত সরকার জানান, ব্যবসায়িক কাজ শেষে সাধন ভাড়ায়চালিত মোটরসাইকেলযোগে সাতক্ষীরা শহরে ফিরছিলেন। অন্যদিকে সাতক্ষীরা থেকে একটি ট্রাক ভোমরা বন্দরের দিকে আসছিল। পথিমধ্যে নওয়াবেকাটি এলাকায় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। পরে ট্রাকের চাপায় মোটরসাইকেলে থাকা দুজন ঘটনাস্থলেই মারা যান।

তিনি বলেন, খবর শুনে তাৎক্ষণিক মরদেহ দুটি উদ্ধার ও ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে। ট্রাকচালক ও হেলপার পালিয়েছে।

আকরামুল ইসলাম/এএইচ/এমএস