কুয়াকাটায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প
পটুয়াখালীর কলাপাড়ায় করোনা মোকাবিলায় হতদরিদ্রদের বিনামূল্যে ফ্রি চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার (৯ ডিসেম্বর) সকালে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ভবনে এ চিকিৎসাসেবা দেন শেখ হাসিনা সেনানিবাসের সপ্তম পদাতিক ডিভিশনের সদস্যরা।
জীবাণুনাশক টানেল ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে এ চিকিৎসাসেবা দেয়া হয়। এ সময় দুই শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
শেখ হাসিনা সেনানিবাসের ক্যাপ্টেন মোস্তফা সাঈদ জানান, চলমান মেডিকেল ক্যাম্পের অংশ হিসেবে দুই শতাধিক হতদরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং বিনামূল্যে ওষুধ দেয়া হয়েছে।
কাজী সাঈদ/এএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ ডিসেম্বরের প্রত্যয়েই দেশ পুনর্নির্মাণের সুযোগ করে নিতে পেরেছি
- ২ প্রতিপক্ষকে ঘায়েল করতে হত্যাচেষ্টার মধ্যে কোনো বীরত্ব নেই
- ৩ জাগো নিউজে সংবাদ প্রচারের পর নিজের ঠিকানা পেলেন বীরাঙ্গনা যোগমায়া
- ৪ হঠাৎ ফেসবুকে রাঙ্গার ক্ষমা চাওয়ার ভিডিও
- ৫ শহীদ মিনারে মুক্তিযুদ্ধের গ্রাফিতি মুছে আলপনা, সমালোচনায় তৎপর