শিশুটির পরিবারকে খুঁজছে পুলিশ
সাতক্ষীরা সদরের কুশখালি ইউনিয়নের রাস্তার পাশে পাঁচ বছর বয়সী একটি কন্যাশিশু পাওয়া গেছে।
বুধবার (৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে ইউনিয়নের সাতানী স্কুল মোড় থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা জাহিদ হুসাইন জানান, সাতানী স্কুল মোড়ে সন্ধ্যার দিকে একা একা কান্না করছিল শিশুটি। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে। শিশুটি তার নাম শান্তা এবং বাবার নাম আসাদুল ইসলাম ছাড়া আর কিছুই বলতে পারছে না। বর্তমানে শিশুটি ইউপি সদস্য আজিজার রহমান মাকার বাড়িতে রয়েছে।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী জানান, রাস্তার পাশে শিশুটিকে পাওয়া যায়। শিশুটিকে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। এছাড়া তার নিরাপত্তা নিশ্চিতে সদর থানা পুলিশকে বলা হয়েছে। তার পরিবারকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
আকরামুল ইসলাম/এএইচ/এমএস