ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দফতরিকে গাছে বেঁধে পেটানো যুবলীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ১২:২৮ পিএম, ১০ ডিসেম্বর ২০২০

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় পাওনা টাকা না পেয়ে জামিনদার স্কুলের দফতরিকে গাছে বেঁধে পেটানো বহিষ্কৃত যুবলীগ নেতা শাহনুর মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ভোরে পার্শ্ববর্তী জামালগঞ্জ উপজেলা ভীমখালী ইউনিয়নের লালবাজার থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির হোসেন।

তিনি বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে শাহনুর মিয়াকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আজ আদালতে সোপর্দ করা হবে।

প্রসঙ্গত, পাওনা টাকা না পেয়ে সোমবার (৬ ডিসেম্বর) জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের মুক্তাখাই গ্রামের বাসিন্দা ও মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী তোফায়েল আহমেদকে গাছে বেঁধে মারপিট করে একই গ্রামের মনোয়ার আলীর ছেলে শাহনুর মিয়া

মারপিটের ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর যুবলীগ থেকে তাকে বহিষ্কার করা হয়।

এ ঘটনায় মঙ্গলবার (৮ ডিসেম্বর) নির্যাতনের শিকার মো. তোফায়েল আহমদ বাদী হয়ে অভিযুক্ত শাহনুর মিয়ার বিরুদ্ধে দক্ষিণ সুনামগঞ্জ থানায় নির্যাতনের অভিযোগ দায়ের করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তোফায়েল আহমদ জামিনদার হিসাবে তার আপন চাচাতো ভাই শাহজাহানকে একই গ্রামের শাহানুর মিয়ার নিকট থেকে প্রায় দুই বছর আগে এক লক্ষ টাকা ধারে এনে দেয়।

শাহজাহান মিয়া নির্ধারিত সময়ে টাকা না দেওয়ায় বিষয়টি নিয়ে গ্রামে একাধিকবার সালিস বসানো হয়। কিন্তু এতেও শাহজাহান মিয়া ঋণের টাকা পরিশোধ করেননি। এরপর পেটানোর এ ঘটনা ঘটে।

লিপসন আহমেদ/এসএমএম/এমকেএইচ