খুনের আসামি পালানোর ঘটনায় ৫ পুলিশ প্রত্যাহার
ফাইল ছবি
সুনামগঞ্জ জেলা কারাগার থেকে আদালতে হাজিরা দিতে আনা খুনের মামলার আসামি পালানোর ঘটনায় নিরাপত্তার দায়িত্বে থাকা ৫ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে কীভাবে এই আসামি পালিয়েছে, কার অবহেলা ছিল সেটি দেখার জন্য ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, পালিয়ে যাওয়া আসামির নাম ইকবাল হোসেন (৩৫)। তিনি দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উস্তেংগের গ্রামের রমজান আলীর ছেলে।
২০১৭ সালের ১৩ জুন স্ত্রী মনোয়ারা বেগমকে হত্যার ঘটনায় তার বিরুদ্ধে খুনের মামলা হয়েছিল। বুধবার (০৯ ডিসেম্বর) বেলা ১১টায় সুনামগঞ্জ শহরতলির হালুয়ারগাঁওয়ের জেলা কারাগার থেকে ইকবাল হোসেনকে আদালতে হাজির করার জন্য নিয়ে আসে কোর্ট পুলিশ। কিন্তু আদালত প্রাঙ্গণ থেকে সকলের আড়ালে পালিয়ে যান ইকবাল।
এ ঘটনায় কার অবহেলা ছিল খুঁজে বের করার জন্য অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবীকে প্রধান করে এবং ডিআইওওয়ান আনোয়ার হোসেন মৃধা ও শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাসুদ আহমেদকে সদস্য করে তদন্ত কমিটি করা হয়েছে।
পুলিশ সুপার জাগো নিউজকে জানান, আসামি গ্রেফতারের চেষ্টা চলছে। তদন্ত কমিটিকে দ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে। তদন্তে যারা দোষী সাব্যস্ত হবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
লিপসন আহমেদ/এফএ/এমকেএইচ