ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অবশেষে বন্ধ হলো অপ্সরা ড্রিংকিং ওয়াটার কারখানা

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০৯:৫১ এএম, ১৪ ডিসেম্বর ২০২০

অবশেষে ৫০ হাজার টাকা জরিমানাসহ উৎপাদন ও বিপণন বন্ধ করলো অপ্সরা ড্রিংকিং ওয়াটার কারখানা।

জাগো নিউজে প্রকাশিত সংবাদের সত্যতা যাচাইয়ে রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে ভ্রামামাণ আদালত পরিচালনা করেন টাঙ্গাইল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. খায়রুল ইসলাম।

সংবাদের সত্যতা পেয়ে কারাখানার দুই মালিক কামাল পাশা খানকে ২৫ হাজার টাকা ও শহিদুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করেন।

jagonews24

পরিচালিত ভ্রামামাণ আদালতে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) টাঙ্গাইল ফিল্ড অফিসার সিকান্দার মাহমুদসহ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তাসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এ সময় বাজারজাতের জন্য প্রস্তুতকৃত পানির জার বোতল ধ্বংস করাসহ বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহনকৃত ৩০টি পানির জার বোতল জব্দ করা হয়।

jagonews24

অভিযান প্রসঙ্গে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম বলেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ২০১৮ এর ৩১ ধারার আইন লঙ্ঘন করে পানি উৎপাদন ও বিপণন করে আসছিল প্রতিষ্ঠানটি। এ কারণে কারাখানার দুই মালিক কামাল পাশা খান ও শহিদুল ইসলামকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজারা টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

প্রসঙ্গত, গত ১৬ নভেম্বর বিশুদ্ধ পানির নামে যা খাচ্ছে টাঙ্গাইলবাসী শিরোনামে সংবাদ প্রচার করে দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম। ওই সংবাদ নজরে আসার পরই প্রতিষ্ঠানটিতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

আরিফ উর রহমান টগর/এফএ/জেআইএম