ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাবেক মেয়রের ওপর সন্ত্রাসী হামলা

জেলা প্রতিনিধি | নড়াইল | প্রকাশিত: ০১:৩৫ পিএম, ১৪ ডিসেম্বর ২০২০

নড়াইল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ব্যবসায়ী খান মো. কবির হোসেন সন্ত্রাসী হামলায় গুরুত্বর আহত হয়েছেন। আহত এই ব্যবসায়ীকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৩ ডিসেম্বর) রাতে নড়াইল শহরের মুলিয়া ইউপিতে এ ঘটনা ঘটে।

স্বজনরা জানায়, ব্যবসায়ীক কাজে খান কবির রোববার সাড়ে ৫টার দিকে মুলিয়া বাজারে অবস্থান করছিলেন। এসময় দক্ষিণ নড়াইল এলাকার পল্লাদ বিশ্বাসের ছেলে সাধন বিশ্বাস (৩৫), আফছার শেখের ছেলে তুষার শেখ (৩৫), মথুরাপুরের শংকর সাহার ছেলে রিংকু সাহা কথা আছে বলে তাকে ডেকে নিয়ে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে। খান কবির চাঁদা দিতে না চাইলে তারা পিস্তলের বাট দিয়ে তার মাথা ও মুখমন্ডলে আঘাত করে। এতে খান কবির দাঁত পড়ে যায় এবং মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।

মারপিটের পর চাঁদা আদায়ের জন্য সেখান থেকে মোটরসাইকেলে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এসময় শহরের হ্যালিপ্যাড এলাকায় পৌঁছালে তিনি মোটরসাইকেল থেকে লাফিয়ে পড়ে দৌঁড়ে পাশের এক বাড়ি গিয়ে আশ্রয় নেন। খবর পেয়ে সেখান থেকে স্বজনরা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

jagonews24

অভিযুক্ত সাধন, রিংকু ও তুষারের কাছে ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হলে তারা ব্যাপারটি অস্বীকার করেন।

হামলার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।

হাফিজুল নিলু/এসএমএম/জেআইএম