ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিএনপি প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ০৬:২৬ পিএম, ১৪ ডিসেম্বর ২০২০

মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আতাউর রহমান আতার নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। তিনি নিজেই বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তাকে।

রোববার (১৩ ডিসেম্বর) এ ভাঙচুরের ঘটনা ঘটে।

আতাউর রহমান আতার জানান, শহরের শহীদ রফিক সড়কে অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ের পাশে তার নির্বাচনী প্রচারণা ক্যাম্প অবস্থিত। রোববার রাতে প্রতিপক্ষের কর্মীরা তার ক্যাম্পে হামলা চালায়। তিনি এ বিষয়ে রিটার্নিং অফিসারের কাছে লিখিতভাবে জানিয়েছেন।

এছাড়াও নৌকা প্রতীকের কর্মীরা বিএনপি কর্মীদের ভয়ভীতি প্রদর্শন ও পোস্টার টানাতে বাঁধা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে মানিকগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান জানান, বিএনপি প্রার্থীর লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানিকগঞ্জের পৌরসভা নির্বাচন আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বি.এম খোরশেদ/এসএমএম/এমএস