ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাদারীপুরে বাসচাপায় ভ্যান চালকসহ নিহত ২

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ১৫ ডিসেম্বর ২০২০

মাদারীপুর সদর উপজেলায় একটি বাসের চাপায় ভ্যান চালকসহ দু’জন নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বেলা ৩টার দিকে ঢাকা-বরিশাল মহসড়কের মস্তফাপুর টেক্সটাইল মিলের ২নং গেটে সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- মস্তফাপুর ইউনিয়নের বড়মেহের গ্রামের মজনু কারিকরের ছেলে ভ্যান চালক ওহিদুল করিকর ও একই ইউনিয়নের চতুরপাড়া এলাকার মজিবর মাদবরের স্ত্রী রাসেদা বেগম (৬০)।

jagonews24

নিহতদের স্বজনদের আহাজারি

স্থানীয়রা জানান, বাবার বাড়ি যাওয়ার উদ্দেশে রাসেদা বেগম ভ্যানচালক ওহিদুলের ভ্যানযোগে মস্তফাপুর বাসস্ট্যান্ড থেকে রওনা হন। বড় ব্রিজ পার হয়ে টেক্সটাইল মিলের ২নং গেটের সামনে গেলে মাওয়া থেকে ছেড়ে আসা বরিশালগামী বিএমএফ পরিবহনের একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানে থাকা রাসেদা বেগম ও ভ্যান চালক ওহিদুল মারা যান। এ সময় আহত হন আরও তিনজন।

মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুর মোহাম্মদ সিকদার বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে মরদেহে দুটি উদ্ধার করা হয়। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এ কে এম নাসিরুল হক/এসজে/এমকেএইচ