ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিজয় দিবসে রাঙামাটিতে পর্যটকের ভিড়

জেলা প্রতিনিধি | রাঙামাটি | প্রকাশিত: ০৫:০৪ পিএম, ১৬ ডিসেম্বর ২০২০

হ্রদ, পাহাড় ও ঝর্ণার দেশ রাঙামাটিতে বিজয় দিবসে ভিড় জমেছে পর্যটকদের। পাহাড়-হ্রদের মিলনের অপরূপ সৌন্দর্য আর সূর্য অস্তের দৃশ্য দেখতে প্রতিবছর রাঙামাটিতে ভিড় করে পর্যটকরা। কিন্তু চলতি বছর করোনার কারণে পর্যটক তেমন না থাকলেও বিজয় দিবসে সরগরম হয়ে উঠেছে রাঙামাটি।

jagonews24

পর্যটকের ভিড়ে কোলাহলপূর্ণ হয়ে উঠে রাঙামাটির ডিসি বাংলো পার্ক, শহীদ মিনার এলাকা, সুবলং ঝর্ণা, রাজ বনবিহার, বালুখালি ফার্মসহ রাঙামাটির দর্শনীয় স্থান। বিজয় দিবসের ছুটিতে পর্যটকে ভরপুর রাঙামাটির পর্যটন স্পট ও হোটেল-মোটেল।

Rangamati

ঢাকা থেকে আসা করিম উদ্দিন বলেন, অনেক দিন ধরেই পরিকল্পনা করছি রাঙামাটি আসবো। বিজয় দিবসের ছুটি পেয়ে পরিবার নিয়ে এসেছি। খুব ভালো লাগছে।

চট্টগ্রাম থেকে আসা এক দম্পতি বললেন, বিয়ের পর প্রথম ঘুরতে এলাম একসঙ্গে। হ্রদ ও পাহাড়ের সৌন্দর্য ভালো লাগছে।

Rangamati

হোটেল হিল পার্কের ব্যবস্থাপক স্বপন শীল বলেন, করোনার পর স্বল্প পর্যটকের দেখা মিললেও বিজয় দিবসের ছুটিতে সব রুম বুকিং রয়েছে।

পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক সৃজন কান্তি বড়ুয়া বলেন, করোনার পর এই প্রথম একসঙ্গে এত পর্যটক রাঙামাটিতে ঘুরতে এসেছে। হোটেলের সব রুম বুকিং রয়েছে।

শংকর হোড়/এএইচ/এমএস