ঈশ্বরদীতে দশ লাখ টাকার কারেন্ট জাল জব্দ
ঈশ্বরদীর পাকশীতে এবং সাঁড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে দশ লাখ টাকার কারেন্ট জাল আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) জাহিদ নেওয়াজের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) জাহিদ নেওয়াজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। এ সময় নদীতে কারেন্ট জাল ও বেড় জাল দিয়ে মাছ ধরার প্রস্তুতিকালে প্রায় চার হাজার মিটার দীর্ঘ সাতটি কারেন্ট জাল ও তিনটি বেড়জাল আটক করা হয়। অভিযান টের পেয়ে প্রায় ১শ কেজি দেড় থেকে দুই ইঞ্চি সাইজের ইলিশের পোনা নিয়ে কয়েকজন জেলে নৌকাযোগে পালিয়ে যায়। আটক জালের মূল্য প্রায় দশ লাখ টাকা। পরে আটক কারেন্ট জাল উপজেলা চত্বরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়।
আলাউদ্দিন আহমেদ/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ২ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ৩ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৪ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৫ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি