ঈশ্বরদীতে দশ লাখ টাকার কারেন্ট জাল জব্দ
ঈশ্বরদীর পাকশীতে এবং সাঁড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে দশ লাখ টাকার কারেন্ট জাল আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) জাহিদ নেওয়াজের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) জাহিদ নেওয়াজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। এ সময় নদীতে কারেন্ট জাল ও বেড় জাল দিয়ে মাছ ধরার প্রস্তুতিকালে প্রায় চার হাজার মিটার দীর্ঘ সাতটি কারেন্ট জাল ও তিনটি বেড়জাল আটক করা হয়। অভিযান টের পেয়ে প্রায় ১শ কেজি দেড় থেকে দুই ইঞ্চি সাইজের ইলিশের পোনা নিয়ে কয়েকজন জেলে নৌকাযোগে পালিয়ে যায়। আটক জালের মূল্য প্রায় দশ লাখ টাকা। পরে আটক কারেন্ট জাল উপজেলা চত্বরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়।
আলাউদ্দিন আহমেদ/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ
- ২ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ৩ আওয়ামী লীগ ছাড়া নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়
- ৪ তাহাজ্জুদ পড়ে ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামায়াত করবেন
- ৫ ঝিনাইদহে ফেস্টুন ভাঙচুর-হামলা, আচরণবিধি ভঙ্গের অভিযোগ