ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শায়েস্তাগঞ্জে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) | প্রকাশিত: ০১:০৩ পিএম, ১৮ ডিসেম্বর ২০২০

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পিকআপ-সিএনজি-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ বাইপাস সড়কের উপজেলার কলিমনগরে ত্রিমুখী এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাধবপুর উপজেলার ছাতিয়াইন গ্রামের চন্দন চন্দ্র পোদ্দারের ছেলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক দিপংকর পোদ্দার ও ময়মনসিংহের গফুরগাঁও উপজেলার শ্রীপান গ্রামের সফির উদ্দিনের ছেলে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জুলহাস উদ্দিন।

আহত ৩ জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, শায়েস্তাগঞ্জ থেকে একটি সিএনজি অটোরিকশা ও টমটম ইজিবাইক হবিগঞ্জ যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও তিনজন আহত হন।

Accident-(2).jpg

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একদল কর্মী ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায় বলে জানান তিনি।

পুলিশ সূত্রে আরও জানা যায়, ছুটি শেষে বাড়ি থেকে কর্মস্থল হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ফিরছিলেন ডাক্তার দিপংকর পোদ্দার। আর হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের কনস্টেবল ছেলেকে দেখতে ময়মনসিংহের গফুরগাঁও থেকে এসেছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জুলহাস উদ্দিন।

কামরুজ্জামান আল রিয়াদ/এফএ/এসএমএম/এমএস/জেআইএম