শায়েস্তাগঞ্জে শীতবস্ত্র বিক্রি বেড়েছে
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার আড়ালে ঢাকা পড়েছে জনজীবন। শীতের সঙ্গে বেড়েছে শীতবস্ত্রের চাহিদাও।
কয়েকদিন থেকে সকাল ১১টার আগে সূর্যের দেখা মেলে না। ভোরবেলা হিমেল হাওয়ায় বৃদ্ধি পায় শীতের তীব্রতা। পৌষ মাসের শুরু থেকেই শুরু হয়েছে শীতের প্রকোপ।
শায়েস্তাগঞ্জ উপজেলার শহর ও গ্রামে এরইমধ্যে শীতবস্ত্র বিক্রির ধুম পড়েছে। উপজেলার সুতাং বাজার, আলীগঞ্জ বাজার, শায়েস্তাগঞ্জ পৌর এলাকার মার্কেট ফুটপাথ, পুরানবাজার ও শায়েস্তাগঞ্জ নতুনব্রীজে বসেছে শীতবস্ত্রের দোকান। সন্ধ্যা নেমে এলেই সেখানে ক্রেতাদের ভিড় বাড়তে থাকে। ফুটপাথের দোকানগুলোতে নিম্নআয়ের ক্রেতার পাশাপাশি মধ্যবিত্তদেরও দেখা যাচ্ছে।

শায়েস্তাগঞ্জ স্টেশন এলাকার দোকানে শীতবস্ত্র ক্রয় করতে আসা মকবুল মিয়া জানান, অন্যান্য বছরের চেয়ে এবার পুরান শীতবস্ত্রের দাম একটু কম। তাই তিনি কয়েকটি পোশাক কিনতে পেরেছেন।
শায়েস্তাগঞ্জের দাউদনগর বাজারের ‘কেআলী প্লাজা’ মার্কেটে পোশাক ক্রয় করতে আসা গৃহবধূ মর্জিনা খাতুন জানান, বিভিন্ন ডিজাইনের শীতের কাপড় সাজানো রয়েছে দোকানগুলোতে। এগুলোর মূল্যও রয়েছে নাগালের মধ্যে, তাই তিনি শীতের কাপড়ই কিনছেন।
শায়েস্তাগঞ্জ পুরানবাজার নতুনব্রীজ এলাকার বাজারে আসা বাবুল, শহীদ ও নিখীল নামের ক্রেতারা জানান, এখন করোনা মহামারির কারণে লোক সমাগম কিছুটা কম থাকায় সাশ্রয়ী মূল্যে শীতবস্ত্র কিনতে পারছেন।

সান্ধ্যকালীন বাজারের পোশাক বিক্রেতা জামাল আহমদ বলেন, করোনার সময়ে ব্যবসার অবস্থা খুব একটা ভালো না, তবে কিছুদিন থেকে এলাকায় শীত বাড়ার সঙ্গে আমাদের বিক্রিও কিছুটা বেড়েছে।
কামরুজ্জামান আল রিয়াদ/এসএমএম/এমকেএইচ