মান্দায় কালভার্টের নিচে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ
নওগাঁর মান্দায় কালভার্টের নিচ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার গণেশপুর ইউনিয়নের সতিহাটের অদূরে নীলকুঠি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নীলকুঠি এলাকার ফাঁকা মাঠে কালভার্টের নিচ থেকে কয়েকদিন থেক গন্ধ বের হচ্ছিল। বুধবার থেকে বেশি পরিমাণ দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা কালভার্টের নিচে গেলে অজ্ঞাত এক যুবকে মরদেহ দেখেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।
আব্বাস আলী/এসজে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পাঁচ বছর ভিক্ষা করে জমানো ৮০ হাজার টাকা চুরি, পাগলপ্রায় বৃদ্ধা
- ২ সাগরে বিলীন ব্যারাক-রেস্ট হাউজ, হুমকির মুখে পর্যটনকেন্দ্র কটকা
- ৩ পাবনায় পোস্টাল ব্যালটে ভোট দেবেন কারাবন্দিসহ ১৮ হাজার ৪৯৮ ভোটার
- ৪ নেত্রকোনায় ভাগ্য বদলে ৬ রাস্তা নির্মাণ শুরু করলেন গ্রামবাসী
- ৫ ময়মনসিংহে সবজির দাম কেজিতে বেড়েছে ৩০ টাকা