ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মান্দায় কালভার্টের নিচে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ১০:০৫ পিএম, ২৩ ডিসেম্বর ২০২০

নওগাঁর মান্দায় কালভার্টের নিচ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার গণেশপুর ইউনিয়নের সতিহাটের অদূরে নীলকুঠি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নীলকুঠি এলাকার ফাঁকা মাঠে কালভার্টের নিচ থেকে কয়েকদিন থেক গন্ধ বের হচ্ছিল। বুধবার থেকে বেশি পরিমাণ দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা কালভার্টের নিচে গেলে অজ্ঞাত এক যুবকে মরদেহ দেখেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।

আব্বাস আলী/এসজে/জেআইএম