বিএনপির সভায় আ.লীগ নেতার সভাপতিত্ব : বাবা-ছেলেকে অব্যাহতি
হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ছাবির আহমেদ চৌধুরীর এক সাম্প্রতিক সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা আফরোজ মিয়া চৌধুরী। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এ ঘটনার জেরে ওই আওয়ামী লীগ নেতা এবং তার ছেলেকে দল থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী।
তিনি জানান, নির্বাচন উপলক্ষে নবীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে গত ১৯ ডিসেম্বর মতবিনিময় সভার আয়োজন করেন বিএনপির মেয়র প্রার্থী ছাবির আহমেদ চৌধুরী। সেখানে সভাপতিত্ব করেন ওই ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি আফরোজ মিয়া চৌধুরী। সভায় সার্বিক সহযোগিতা করেন আফরোজ মিয়ার ছেলে ওয়ার্ড আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী কনু।
বিষয়টি নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সভার ছবি ভাইরাল হলে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তোলপাড়। ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন উপজেলা ও পৌর আওয়ামী লীগ নেতারা।
ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে বিষয়টি নিয়ে শুক্রবার সন্ধ্যায় এক জরুরি বর্ধিত সভা আহ্বান করে নবীগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগ। পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী মুজাহিদ আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আবুল ফজল, নবীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ প্রমুখ।
সভার সিদ্ধান্ত অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভেঙে বিএনপি প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে আফরোজ মিয়া চৌধুরী ও আনোয়ার হোসেন চৌধুরী কনুকে দল থেকে অব্যাহতি দেয়া হয়।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসএস/এমএস