শায়েস্তাগঞ্জে পৌর নির্বাচন ইভিএমে ভোট দেয়া শিখতে চলছে মক ভোটিং
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৮ ডিসেম্বর। এবারই প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট নেয়া হবে। সেজন্য ভোটাররা মাঝে বেশ উচ্ছ্বসিত। পৌরসভার ভোটার বিশেষ করে প্রবীণদের ইভিএম ভোটিং পদ্ধতি হাতে-কলমে শেখাতে নির্বাচন কমিশন উদ্যোগ নিয়েছে মক (পরীক্ষামূলক) ভোটিংয়ের।
শনিবার (২৬ ডিসেম্বর) ইভিএম এর মক ভোটিং শুরু হয়েছে পৌরসভার ৯ টি সেন্টারে।
সকাল ১০ টা থেকে শুরু হওয়া মক ভোটিং বিকাল ৪ টা পর্যন্ত চলবে।
এর আগে ইভিএমে ভোট দেয়া নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও মক ভোটিংয়ে আগ্রহ দেখা গেছে ভোটারদের মাঝে।
সরেজমিনে দেখা গেছে, অনেক প্রবীণ ভোটাররাও স্বতঃস্ফূর্তভাবে মক ভোটিংয়ে অংশ নিচ্ছেন।
সিরাজ মিয়া নামে এক ভোটার বলেন, ‘ইভিএমএ ভোট দেয়া এত সহজ আগে জানতাম না। আজকে পরীক্ষামূলক ভোট দিয়ে বুজতে পারলাম।’
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘পুরোদমে আমাদের নির্বাচনের প্রস্তুতি চলছে। আগামীকাল আমরা প্রতিটি সেন্টারে মালামাল বুঝিয়ে দেব। আমি আশাবাদী একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।’
এ ব্যাপারে হবিগঞ্জ জেলা রিটার্নিং অফিসার মো. সাদেকুল ইসলাম জানান, ‘মক ভোটিংয়ে ভোটাররা বেশ আগ্রহের সাথে অংশ নিচ্ছেন, এতে করে ভোটাররা কীভাবে মেশিনে ভোট দিতে হয় তা আয়ত্ত করতে পারছেন। ইভিএম নিয়ে মানুষের মনে থাকা শংকা দূর হয়ে মানুষ হাসিমুখে ভোটে অংশগ্রহণ করবে।’
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম জানান, ‘আমি এ পর্যন্ত ৬টি কেন্দ্র পর্যবেক্ষণ করেছি, মক ভোটিংয়ে মানুষের অংশগ্রহণ দেখে আমি বেশ আশাবাদী। আমরা একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চাই।’
কামরুজ্জামান আল রিয়াদ/এসএস/জেআইএম