ধানখেতে ব্যাগ খুলে পাওয়া গেল নবজাতকের লাশ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বাজার করার ব্যাগে মোড়ানো অবস্থায় মৃত এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার আলীনগর ইউনিয়নের ছলিমগঞ্জ বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
গ্রামবাসীরা জানান, বিকেলে ধানখেতে একটি বাজার করার ব্যাগ পড়ে থাকতে দেখেন কয়েকজন কৃষক। ব্যাগটি খুলে দেখা যায়, ভেতরে একটি নবজাতকের মৃতদেহ রয়েছে। খবর পেয়ে সন্ধ্যার দিকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জাগো নিউজকে বলেন, পুলিশ নবজাতকের লাশ উদ্ধার করেছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসআর/জেআইএম