টুঙ্গিপাড়া পৌর নির্বাচনে নৌকার মাঝি হলেন টুটুল
নানা গুঞ্জন আর গুজবের অবসান ঘটিয়ে অবশেষে টুঙ্গিপাড়া পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকার মাঝি হলেন শেখ তোজাম্মেল হক টুটুল।
শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় গণভবনে নমিনেশন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এ ঘোষণা আসে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ-দফতর সম্পাদক মো. সায়েম খানের নিশ্চিত করা তথ্য অনুযায়ী, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের এ ঘটনা সাংবাদিকদের জানান।
শেখ তোজাম্মেল হক টুটুল টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।
টুঙ্গিপাড়া শতভাগ আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা হওয়ায় তিনিই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পৌরসভার মেয়র নির্বাচিত হবেন এমনটি ধারণা করছেন এলাকার সাধারণ জনগণ।
সুকান্ত সরকার/বিএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ