প্রেমের সম্পর্ক পরিবার জেনে যাওয়ায় ছাত্রদল নেতার আত্মহত্যা
ফাইল ছবি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর পলাশপুর গ্রাম থেকে মিসাল বেপারী (২০) নামের এক ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মিসাল উপজেলার বিক্রমপুর টঙ্গীবাড়ী ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্ববায়ক ও স্থানীয় সৌদি প্রবাসী মহিউদ্দিন বেপারীর ছেলে।
পরিবারিক সূত্রে জানা যায়, মিসালের সাথে ঢাকার এক নিকট আত্মীয়ের প্রেমের সম্পর্ক চলছিল৷ সম্প্রতি বিষয়টি দুই পরিবারের মধ্যে জানাজানি হলে সমস্যার সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করেই মিসাল আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
টঙ্গীবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
ভবতোষ চৌধুরী নুপুর/এসএমএম/জেআইএম