ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্বামী দেশে ফেরার পর স্ত্রীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি | মুন্সীগঞ্জ | প্রকাশিত: ০১:৫৯ পিএম, ৩১ ডিসেম্বর ২০২০

মুন্সীগঞ্জের রিয়া আক্তার (২৩) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শ্বশুরবাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

রিয়া মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটী গ্রামের মো. নাজমুল হোসেনের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নাজমুলের সাথে পারিবারিকভাবে চার বছর আগে বিয়ে হয় রিয়ার। তার স্বামী সাউথ আফ্রিকা প্রবাসী। চার মাস আগে বিদেশ থেকে বাংলাদেশে আসেন। বৃহস্পতিবার বাড়ির গোসলখানায় ঝুলন্ত অবস্থায় রিয়ার লাশ পাওয়া যায়।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। কাউকে আটক করা হয়নি।

ভবতোষ চৌধুরী নুপুর/এসএমএম/এমকেএইচ