ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চলন্ত বাসে ধর্ষণচেষ্টা, নীরবে কেঁদেই চলেছেন সেই কলেজছাত্রী

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ০২:৪৭ পিএম, ০২ জানুয়ারি ২০২১

সিলেট থেকে দিরাইগামী বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার সঙ্গে জড়িত বাসের চালক, সহকারী ও কন্ডাক্টরের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ওই ছাত্রীর মা।

সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় চালক শহীদ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শনিবার (২ জানুয়ারি) ভোর ৬টায় ঢাকা থেকে সুনামগঞ্জের পুরাতন বাসস্টেশন থেকে তাকে আটক করা হয়।

দুপুরে শিক্ষার্থীর মা জাগো নিউজকে বলেন, ‘গত বুধবার (৩০ ডিসেম্বর) হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে মেয়ে বাসায় ফিরেছে। কিন্তু যে মেয়েটির সবসময় হাসি খুশি থাকত সে এখন নিশ্চুপ নীরব হয়ে শুধু কাঁদে। কারো সাথে ঠিকমতো কথাও বলে না। আমার মেয়ের মুখের হাসি যারা কেড়ে নিয়েছে তাদের কঠোর শাস্তি দাবি জানাই।’

তিনি আরও বলেন, ‘আমার মেয়েকে যারা বাসের ভেতর ধর্ষণের চেষ্টা করেছিল, তাদের দ্রুত আইনে বিচারের দাবি জানাই। তাদের এমন শাস্তি দেয়া হোক, যাতে আর কোনো মেয়েকে এ ধরনের হয়রানির শিকার না হতে হয়।’

গত ২৬ ডিসেম্বর বিকেলে সিলেটের লামাকাজী থেকে দিরাইয়ে যাচ্ছিলেন ওই কলেজছাত্রী। দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে এসে যাত্রীবাহী ওই বাসে একা হয়ে যান ওই ছাত্রী। অন্য যাত্রীরা নেমে যান। এসময় চালক ও তার সহকারী কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। সম্ভ্রম বাঁচাতে ওই ছাত্রী চলন্ত বাস থেকেই লাফ দেন।

পরে স্থানীয়রা তাকে সড়কের পাশ থেকে আহত অবস্থায় উদ্ধার করে দিরাই হাসপাতালে নেন। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে পুলিশ বাসটি জব্দ করে।

এ ঘটনায় ওইদিন রাতেই ছাত্রীর বাবা বাদী হয়ে বাসের চালক শহীদ মিয়া ও তার সহকারী রশিদ আহমদকে আসামি করে দিরাই থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

ওই ছাত্রী দিরাই ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। তিনি বর্তমানে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

লিপসন আহমেদ/এসআর/এমকেএইচ