ভোমরা বন্দরে প্রবেশের অপেক্ষায় ভারতীয় পেঁয়াজ
করোনা মহামারির মধ্যে পেঁয়াজ রফতানি বন্ধ করে দিলেও ২৮ ডিসেম্বর থেকে রফতানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় ভারত। এরপর পুনরায় ভারত থেকে আমদানি শুরু হয়।
শনিবার (২ জানুয়ারি) সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে সাত ট্রাক পেঁয়াজ।
ট্রাকগুলো প্রবেশের জন্য ভোমরা বন্দরের সহকারী কমিশনারের কার্যালয় থেকে অনুমোদন নেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ব্যবসায়ীদের সংগঠন ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মাকসুদ খান জানান, গত ১৪ সেপ্টেম্বর ভারত সরকারের নির্দেশনায় পেঁয়াজ আমদানি বন্ধ হয়েছিল। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর প্রথম দিনই ৩০ ট্রাক পেঁয়াজ আমদানির সম্ভাবনা রয়েছে।

ভোমরা স্থলবন্দরের সহকারী কমিশনার কার্যালয়ের রাজস্ব কর্মকর্তা আকবর আলী জানান, ভারত থেকে ভোমরা বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের জন্য দুপুর আড়াইটা পর্যন্ত সাত ট্রাক পেঁয়াজ আমদানির অনুমোদন নিয়েছেন ব্যবসায়ীরা। এ ট্রাকগুলো এখন ভারতীয় ঘোজাডাঙ্গা বন্দর দিয়ে দেশে প্রবেশের অপেক্ষায়।
এখনো অনুমোদন নেয়ার সুযোগ রয়েছে। সন্ধ্যা ৬টার পর জানা যাবে কত ট্রাক পেঁয়াজ দেশে প্রবেশ করলো।
এর আগে করোনা মহামারির মধ্যে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারত। এতে অস্থির হয়ে পড়ে বাংলাদেশের পেঁয়াজের বাজার। দাম বেড়ে প্রতি কেজি পেঁয়াজ ২৫০-৩০০ টাকায় বিক্রি হতে থাকে।
আকরামুল ইসলাম/এসএমএম/এমকেএইচ