ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হামলা ও পোস্টার ছেঁড়ার দায়ে দুই পক্ষের জরিমানা

মোংলা | প্রকাশিত: ০৭:০৫ পিএম, ০২ জানুয়ারি ২০২১

মোংলা পোর্ট পৌরসভার নিবার্চনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থীদের দুই কর্মীকে তিন হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে পৌর শহরের ময়লাপোতার মোড়ে ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. জাহাঙ্গীর হোসেনের প্রচারণার ভ্যানগাড়ির গতিরোধ করে চালক ও তার কর্মী মো. মনির হোসেনকে (৩০) মারধর করেন একই ওয়ার্ডের অপর কাউন্সিলর প্রার্থী মো. বাহাদুর মিয়ার কর্মী মো. সাব্বির (১৯)।

পরে ঘটনার তদন্তে ঘটনাস্থলে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী এবং পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ মুখার্জি। সেখানে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য অনুযায়ী মারধর ও হামলাকারী সাব্বিরকে তিন হাজার টাকা জরিমানা করেন নিবার্হী ম্যাজিস্ট্রেট।

এ সময় বাহাদুর মিয়া অভিযোগ তোলেন তার পোস্টার ছিঁড়ে ফেলার কারণেই ভ্যানচালককে মারধর করা হয়েছে। পরবর্তীতে পোস্টার ছেড়ার অভিযোগে মারধরের শিকার ভ্যানচালক ও কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর হোসেনের ওই কর্মী মনিরকেও তিন হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এদিকে প্রচারণার শুরুর পর থেকেই আচরণ বিধি লঙ্ঘনের একাধিক অভিযোগ উঠেছে কাউন্সিলর প্রার্থী বাহাদুর মিয়ার বিরুদ্ধে।

এরশাদ হোসেন রনি/এসএমএম/এমকেএইচ