ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাছের ঘেরে ভাসছিল প্রতিবন্ধী যুবকের মরদেহ

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০১:৩৭ পিএম, ০৩ জানুয়ারি ২০২১

সাতক্ষীরার শিবপুর ইউনিয়নের মজুমদারের খালপাড় এলাকায় মাছের ঘের থেকে রিংকু মল্লিক (২২) নামের এক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

রিংকু মল্লিক ওই এলাকার জব্বার মল্লিকের ছেলে।

সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন জানান, মাছের ঘেরে নগ্ন ও কর্দমাক্ত মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এরপর মরদেহটি উদ্ধার করে পরিচয় শনাক্ত করা হয়েছে।

নিহতের পরিবার জানিয়েছে রিংকু মানুসিক ও শারীরিক প্রতিবন্ধী। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

আকরামুল ইসলাম/এসএমএম/এমএস