ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ০৩:২৩ পিএম, ০৩ জানুয়ারি ২০২১

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিলন মিয়া (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার (০৩ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।

তিনি উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল (চারহাটি) গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে বসতবাড়ির পাশে গাছের ডাল কাটার জন্য মিলন মিয়া গাছে উঠেন। এ সময় পল্লী বিদ্যুৎতের লাইনের সাথে স্পর্শ লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী।

তিনি জাগো নিউজকে জানান, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

লিপসন আহমেদ/এসএমএম/এমএস