ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মানুষের নিরাপত্তা নিশ্চিতে যা যা প্রয়োজন করা হবে: এসপি আয়েশা

জেলা প্রতিনিধি | গোপালগঞ্জ | প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ০৬ জানুয়ারি ২০২১

গোপালগঞ্জের নবাগত পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা (পিপিএম-সেবা) বলেছেন, ‘আমার নীতি হবে যেকোনো ঘটনায় পুলিশ দ্রুত ওই স্থানে পৌঁছাবে এবং ব্যবস্থা গ্রহণ করবে। জনগণের সেবা দেওয়ার জন্য আমার কার্যালয় সবসময় উন্মুক্ত থাকবে। গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী নিরলস কাজ করে যাবে’।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান গোপালগঞ্জের নবাগত পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা।

বুধবার (৬ জানুয়ারি) সকালে গোপালগঞ্জ পুলিশ অফিসার্স ক্লাবের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

মতবিনিময় সভায় সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশ-জাতি-সমাজের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানানোসহ সাংবাদিক ও পুলিশ বাহিনীকে সাথে নিয়ে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা সঠিকভাবে বজায় রাখতে সদা প্রস্তুত থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, গোপালগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ফরিদ আহম্মেদ দাড়িয়া, সাধারণ সম্পাদক সৈয়দ মিরাজুল ইসলাম, মো. হুমায়ুন কবির, হাসান মাহামুদ, শেখ মোস্তফা জামান, সিনিয়র সাংবাদিক আমিনুল হাসান শাহীন, আসাদুজ্জামান বাবুল, প্রসূন মণ্ডল, নজরুল ইসলাম, মাহামুদুর রহমান প্রমুখ।

সুকান্ত সরকার/এসএমএম/জিকেএস