ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি : মৌলভীবাজারে চার প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি | মৌলভীবাজার | প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ০৬ জানুয়ারি ২০২১

মৌলভীবাজারে মেয়াদোত্তীর্ণ, নকল, অনুমোদনহীন ও মেয়াদকাল পরিবর্তিত পণ্য বিক্রির দায়ে চার প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৬ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার শহরে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান, মো. আরিফুল ইসলাম ও মো. রফিকুল ইসলাম।

অভিযানে হাটবাজার সুপার শপকে ৫০ হাজার টাকা, শাহ মোস্তফা রসগোল্লা হাউজকে ২৫ হাজার টাকা, ঐতিহ্যের স্বাদ মিষ্টিঘরকে ৫ হাজার টাকা ও অপর একটি প্রতিষ্ঠানকে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মৌলভীবাজার জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম অভিযান ও জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করেছেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আশরাফ আলী/এএএইচ/এমএস