ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দুর্যোগ মোকাবিলায় সক্ষম মন্ত্রণালয় হবে

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ০৭ জানুয়ারি ২০২১

দুর্যোগ মোকাবিলায় সক্ষম মন্ত্রণালয় তৈরি করা হবে এবং সারাদেশে দুর্যোগ কবলিতদের উদ্ধারে দ্রুত এগিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে নওগাঁ জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এ কথা জানান।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, জরুরি ভিত্তিতে সারাদেশে ৬৬টি ত্রাণ গুদামের কাজ শুরু হয়েছে। যেখানে শুকনো খাবারসহ অন্যান্য খাবার জমা থাকবে। দুর্যোগকালে সেখান থেকে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দ্রুত খাবার সরবরাহ করা হবে। এ ছাড়া তথ্য সংরক্ষণ করা হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে একটি বকুল গাছের চারা রোপণ করেন প্রতিমন্ত্রী।

এ সময় আরও উপস্থিত ছিলেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহসিন, প্রতিমন্ত্রীর একান্ত সচিব খন্দকার মুশফিকুর রহমান, নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার।

আব্বাস আলী/এসজে