মাগুরায় ইটভাটাকে জরিমানা
মাগুরা সদর উপজেলার ধলহরা গ্রামের একটি ইটভাটায় অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ কাচা ইট ধ্বংস করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার দেব শর্মা রোববার দুপুরে এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে তার সঙ্গে জেলা বনবিভাগের কর্মকর্তা মোহদীন হোসেন উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার দেব শর্মা জাগো নিউজে বলেন,ইটভাটার মালিক মো. আবুল কালাম আজাদ অবৈধভাবে কাঠ দিয়ে ইট পোড়ানো এবং ভাটায় ব্যবহৃত চিমনি সঠিক না থাকায় তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
আরাফাত হোসেন/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ
- ২ তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু
- ৩ খালেদা জিয়া আপস করলে বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন: খোকন
- ৪ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করাই কমিশনের বড় চ্যালেঞ্জ: জোনায়েদ সাকি
- ৫ মমেক হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির সঙ্গে চিকিৎসকের তর্ক