৪৫০০ ফুট হরিণ শিকারের ফাঁদসহ শিকারি আটক
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা এলাকার বাদামতলা থেকে সাড়ে চার হাজার হরিণ শিকারের ফাঁদসহ এক শিকারিকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তির নাম আলম শেখ (৪৮)। তিনি একজন পেশাদার শিকারি। তার দেয়া তথ্যমতে, একটি ডিঙি নৌকা এবং নৌকায় রাখা সাড়ে চার হাজার ফুট লম্বা ১৬ বান্ডিল হরিণ ধরার ফাঁদ, ৮ ক্যান বরফ, একটি দা, একটি কুড়াল জব্দ করে বনরক্ষীরা।
আটক আলম শেখ বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের হাবিব শেখের ছেলে।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালামের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে বনরক্ষীরা চোরাশিকারি আলমকে আটক করেন। এ সময় বাদামতলা বনের ভেতর থেকে সাড়ে চার হাজার ফুট লম্বা ১৬ বান্ডিল হরিণ ধরার ফাঁদসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।
তিনি আরও জানান, আটক আলম শেখ একজন পেশাদার হরিণ শিকারি। তার সঙ্গে আরও কয়েকজন হরিণ শিকারি রয়েছে বলে বন বিভাগের কাছে স্বীকার করেছেন। অন্য চোরা শিকারিদের ধরতে আটক আলম শেখকে সঙ্গে নিয়ে সুন্দরবনের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে।
শওকত বাবু/এসআর