ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

লামার মেয়র হলেন আ.লীগের জহির

জেলা প্রতিনিধি | বান্দরবান | প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ১৬ জানুয়ারি ২০২১

বান্দরবানের লামা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জহিরুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৯ হাজার ৪০৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীকে মোহাম্মদ শাহীন পেয়েছেন এক হাজার ৬২ ভোট।

লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী এ.টি.এম. শহীদুল ইসলাম পেয়েছেন ১৬৫ ভোট। সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্ন ভোটগ্রহণের পর ব্যালট গণনা শেষে রিটার্নিং অফিসার রেজাউল করিম ৮ হাজার ৩৪৩ ভোটে লামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

৯টি ওয়ার্ড নিয়ে গঠিত লামা পৌরসভার চতুর্থ পৌর পরিষদ গঠন নির্বাচনে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন মো. জহিরুল ইসলাম। তিনি বলেন, জয়ের ব্যাপারে আমি আশাবাদী ছিলাম। ভোটাররা আমার কর্মের মূল্যায়ন ব্যালটের মাধ্যমে দিয়েছেন। দ্বিতীয় মেয়াদেও আমি লামা পৌরবাসীর স্বপ্ন পূরণে কাজ করব। গোছানো পরিচ্ছন্ন একটি বাসযোগ্য নগর গড়ে তুলব।

বিএনপির প্রার্থী মো. শাহিন অভিযোগ করে বলেন, নির্বাচনে জাল ভোটের প্রতিযোগিতা চলেছে। ধানের শীষের এজেন্টদের বের করে দেয়া হয়েছে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে নির্বাচন কমিশন ব্যর্থ হওয়ায় আমি নির্বাচন প্রত্যাখ্যান করেছি। লামা পৌর এলাকার ৯টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ১৩ হাজার ৩৮৯ জন।

ওমর ফারুক/এমআরএম/এমএস