ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আ.লীগ নেতার বাড়িতে নৌকার প্রার্থীর সমর্থকদের হামলার অভিযোগ

জেলা প্রতিনিধি | মুন্সিগঞ্জ | প্রকাশিত: ০৯:৪২ পিএম, ১৬ জানুয়ারি ২০২১

মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিনের ওপর হামলা ও বাড়িতে লুটপাটের অভিযোগ উঠেছে। নাসির উদ্দিনের দাবি, আগামী পৌর নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আব্দুস সালামের সমর্থকরা এই হামলা করেছেন।

শনিবার (১৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে পৌরসভার ভূবণগাড়া এলাকায় নাছির উদ্দিনের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি।

আ.লীগ নেতা নাছির উদ্দিন বলেন, দুপুরে বাজার থেকে বাড়িতে প্রবেশ করছিলাম। এ সময় পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন ওরফে জনির নেতৃত্বে মো. হনু, শাহিন মিয়া, হবু মিয়া ও অজিতসহ ১০ থেকে ১২ জন আমাকে বাড়ির বাইরে ডাকে। আমি তাদের বাড়ির ভেতরে আসতে বলি। এ সময় তারা সবাই আমাকে কিল-ঘুষি মারতে শুরু করে। পরে বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট করেন।

তিনি আরও বলেন, হামলাকারীরা আসন্ন মিরকাদিম পৌর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হাজি আব্দুস সালাম ও জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মনসুর আহমেদ কালামের লোকজন।

স্থানীয়রা জানান, গত উপজেলা নির্বাচনের পর থেকে শহিদুল ইসলামসহ পৌর আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী নৌকার পক্ষে কাজ করেন। আব্দুস সালাম এবং কালামরা নৌকার বিরোধিতা করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেন। এরপর থেকেই বর্তমান পৌর মেয়র শহিদুল ইসলামের সঙ্গে আব্দুস সালাম ও মনসুর আহমেদ কালামের রাজনৈতিক দ্বন্দ্ব চলছে।

আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন আরও বলেন, আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপের নির্বাচনে নৌকার প্রতীক পান আব্দুস সালাম। এরপর থেকে নানাভাবে হুমকি-ধামকি দিচ্ছিল সালাম-কালামের লোকজন। আজ হামলা করলো। বিগত বছরগুলোতে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান মেয়র শহিদুল ইসলাম শাহীনের সমর্থক হওয়ার কারণে তারা এ হামলা চালায়।

অভিযুক্ত আসন্ন পৌর নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুস সালাম বলেন, নাছির উদ্দিনের ওপর হামলার বিষয়ে আমার জানা নেই। কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত চিঠি নিয়ে বাসায় ফিরেছি। যদি তার ওপর হামলা হয় তাহলে তার বাড়ির সিসি ফুটেজ পর্যালোচনা করা হোক। হামলার সঙ্গে আমার সমর্থকরা জড়িত থাকলে বিচারের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, পৌর আওয়ামী লীগের কিছু লোক বর্তমান মেয়র শহিদুল ইসলামের সমর্থক। তারা আমার নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চালান।

এ বিষয়ে মুন্সিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিয়াদ হোসাইন/এআরএ/জিকেএস