ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সন্তানের জন্য ফল কিনে বাড়ি ফেরা হলো না দম্পতির

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ০৮:৪০ পিএম, ১৮ জানুয়ারি ২০২১

চুয়াডাঙ্গায় আলমসাধুর ধাক্কায় আব্দুল্লাহ আল মাসুম ও লিভা খাতুন নামে এক দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় জেলা সদর উপজেলার হাতিকাটা বাজারে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার গহরপুর গ্রামের বাসিন্দা আল মাসুম (৩০) ও তার স্ত্রী লিভা খাতুন (২৫)। আহতরা হলেন- আলমসাধুচালক আনোয়ার হোসেনের ছেলে সজীব আলী (১৪) ও হাতিকাটা গ্রামের মৃত ইলাহি মোল্লার ছেলে সেলুন মোল্লা (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ভালাইপুর এসবিএম ইটভাটা থেকে ইট নিয়ে একটি আলমসাধু চুয়াডাঙ্গার দিকে আসছিল। পথিমধ্যে একটি ব্যাটারিচালিত ভ্যানকে পাশ কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারায় আলমসাধু। এ সময় আলমসাধু একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে হাতিকাটা বাজারের জাহাঙ্গীর হোসেনের চায়ের দোকানে ঢুকে পড়ে।

jagonews24

এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেলচালক আব্দুল্লাহ আল মাসুম। আহত হন মাসুমের স্ত্রী লিভা খাতুন, আলমসাধুচালক সজীব আলী ও সেলুন মোল্লা। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয় চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুজ্জামান জানান, আহতদের মধ্যে লিভা খাতুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করা হয়। সেখানে নেয়ার পথে আলমডাঙ্গায় পৌঁছলে মারা যান তিনি। অন্যদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তারা শঙ্কামুক্ত।

নিহত আব্দুল্লাহ আল মাসুমের বড় ভাই মাহাবুব হোসেন জানান, দুপুরে চুয়াডাঙ্গায় ফ্রিজ কিনতে এসেছিলেন আব্দুল্লাহ আল মাসুম ও তার স্ত্রী লিভা খাতুন। ফ্রিজ কিনে ভ্যানে তুলে দিয়ে বিগ বাজারে বাজার করছিল। একমাত্র মেয়ে মিথিলা খাতুনের (৩) জন্য ফলও কিনেছিল মাসুম ও লিভা। কিন্তু তাদের হাতে আর ফল খাওয়া হলো না মেয়ে মিথিলার।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার কবলে পড়া ইটবোঝাই আলমসাধুটি আটক করে থানায় নেয়া হয়েছে।

সালাউদ্দীন কাজল/এসজে/জেআইএম