ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ২ যুবক নিহত

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ২৫ জানুয়ারি ২০২১

দিনাজপুরের হাকিমপুরে পিকআপের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।

সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে জেলার হাকিমপুর-বোয়ালদাড় আঞ্চলিক সড়কের বটতলী নওনাপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের পরিচয় পাওয়া যায়নি। তারা রংপুর বদরগঞ্জ উপজেলার বাসিন্দা বলে স্থানীয়দের ধারণা।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, দুপুর আড়াইটার দিকে হিলি থেকে মোটরসাইকেলের কিছু যন্ত্রাংশ নিয়ে দুই যুবক ঘোড়াঘাটের দিকে যাচ্ছিলেন। তারা ওই সড়কের বটতলী মোড়ে পৌঁছলে বিপরীতমুখী একটি পিকআপ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

তিনি জানান, নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পরিচয় পেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এমদাদুল হক মিলন/ আরএইচ /এমএস