জানাজায় অংশ নিতে গিয়ে হামলার শিকার স্বতন্ত্র মেয়র প্রার্থী
জামালপুরের সরিষাবাড়ীতে জানাজায় অংশ নেয়ার সময় হামলার শিকার হয়েছেন আসন্ন সরিষাবাড়ী পৌর নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ফজলুল হক খান।
সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে পৌর শহরের বাউসি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
হামলার বিষয়ে মেয়রপ্রার্থী ফজলুল হক খান জানান, নির্বাচনী প্রচারণা নয়, দুপুরে পৌর শহরের বাউসি এলাকার স্থানীয় বাসিন্দা আব্দুল কুদ্দুসের জানাজায় অংশ নিতে যান তিনি। জানাজা শুরুর আগ মুহূর্তে কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে অতর্কিত হামলা চালায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মনির উদ্দীনের ভাতিজা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নীরব ও ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মীরা।
তার দাবি, হামলায় তার মাথায় আঘাত লাগে এবং তিনি মাটিতে পড়ে যান। পরে মুসল্লিরা তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী মনির উদ্দিন বলেন, ‘আমি এ হামলার বিষয়ে কিছুই জানি না। এ হামলার সঙ্গে আমার কোনো দলীয় লোক জড়িত নয়। আমাকে হেয়প্রতিপন্ন করার জন্যই হামলার ঘটনা ঘটানো হয়েছে।’
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করীম বলেন, স্বতন্ত্র মেয়র প্রার্থীকে মারধরের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, ৩০ জানুয়ারি সরিষাবাড়ী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে তিনজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির উদ্দিন নৌকা, বিএনপি মনোনীত উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক মেয়র একেএম ফয়জুল কবীর তালুকদার শাহীন ধানের শীষ এবং পৌর বিএনপির সহ-সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র ফজলুল হক খান নারিকেল গাছ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এসআর/এমকেএইচ