ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাড়ে ৪ ঘণ্টা পর শিমুলিয়া-বাংলাবাজারে ফেরি চলাচল শুরু

জেলা প্রতিনিধি | মুন্সিগঞ্জ | প্রকাশিত: ১০:৫৪ এএম, ২৯ জানুয়ারি ২০২১

পদ্মা নদীতে ঘনকুয়াশায় সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

কুয়াশা কেটে যাওয়ায় শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় নৌ-রুটটিতে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

munshe1

বর্তমানে এ নৌ-রুটটি ১৪টি ফেরি চলাচল করছে। এর আগে ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে ভোর ৪টা থেকে নৌরুটে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এ সময় ঘাট এলাকায় ৩০০ যানবাহন ও মাঝ পদ্মায় চারটি ফেরি আটকা পড়ে।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বানিজ্য) সাফায়েত আহমেদ জানান, সকাল সাড়ে ৮টায় থেকে ফেরি চলাচল শুরু করায় বর্তমানে স্বাভাবিকভাবে যানবাহন পার করা হচ্ছে। কুয়াশায় মাঝ পদ্মা আটকে পড়া ফেরিগুলো নিজ গন্তব্যে পৌঁছাচ্ছে।

munshe1

এদিকে কুয়াশা কেটে যাওয়ায় ফেরি ছাড়াও ৮৭টি লঞ্চ ও ২০০ স্পিডবোট এ নৌ-রুটে চলাচল করছে বলে ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।

এসএমএম/এমএস