ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হুইল চেয়ারে এসে ভোট দিলেন তিনি

জেলা প্রতিনিধি | মৌলভীবাজার | প্রকাশিত: ০৪:০১ পিএম, ৩০ জানুয়ারি ২০২১

৮৫ বছরের বৃদ্ধা সুফিয়া ইসমাইল। পৌরসভার গীর্জাপাড়া এলাকার এ বাসিন্দা মৌলভীবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ভোটার। শনিবার হুইল চেয়ারে চড়ে কেন্দ্রে এসে ভোট দেন তিনি।

শনিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় মৌলভীবাজার শহরের কাশিনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।

বৃদ্ধা সুফিয়া ইসমাইল জাগো নিউজকে বলেন, ‘আমি ভোট দিতে এসেছি দেশের মানুষের জন্য। গত বছর আমি ভোট দিয়েছি হেঁটে এসে। এবার অসুস্থ থাকায় হুইল চেয়ারে এসে ভোট দিচ্ছি। আমি একা আসি নাই, আরও পাঁচজনকে সাথে নিয়ে এসেছি। আশা করি যাদের ভোট দিয়েছি তারা নির্বাচনে বিজয়ী হবেন।’

তিনি আরও বলেন, ‘আমি চাই পৌর এলাকার উন্নয়ন হোক। আমার বাসা পৌরসভার পেছনেই। এ এলাকার সড়কে ড্রেন নেই। সেটা যেন হয় এজন্যই হুইল চেয়ারে আসা।’

মৌলভীবাজার পৌরসভায় উৎসবমুখর পরিবেশে ভোট শুরু হয়েছে। সকাল থেকে মানুষের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র ফজলুর রহমান (নৌকা) প্রতীক নিয়ে, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অলিউর রহমান (ধানের শীষ) মার্কা থাকলেও তিনি শুক্রবার (২৯ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করেছেন।

jagonews24

নৌকার মেয়র প্রার্থী মো. ফজলুর রহমান বড়হাট আবু শাহ (রঃ) দাখিল মাদরাসায় ভোট দিয়ে বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। সব কিছু ঠিক থাকলে আমি নির্বাচনে বিজয়ী হবো।

কেন্দ্রে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। র‌্যাব, বিজিবিসহ পুলিশের পর্যাপ্ত সংখ্যক সদস্য নির্বাচনী দায়িত্বে রয়েছেন। নির্বাচনে অপ্রীতিকর যে কোনো ঘটনা এড়াতে কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত রয়েছেন।

এ পৌরসভায় সাধারণ কাউন্সিলর ২৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জনসহ মোট ৩৯ জন প্রার্থী প্রতিদন্দ্বিতা করছেন।

মৌলভীবাজার পৌর নির্বাচনে মোট ৪৩ হাজার ৪৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ২২ হাজার ৭৫০ জন ও মহিলা ভোটার ২০ হাজার ৬৯৬ জন। নির্বাচনে ১৪ ভোট কেন্দ্র থেকে বাড়িয়ে ১৮ কেন্দ্র করা হয়েছে। যাতে ১২৫ টি বুথ রয়েছে।

আশরাফ আলী/ আরএইচ/জিকেএস