ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দর্শনার মেয়র হলেন নৌকার মতিয়ার

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ৩০ জানুয়ারি ২০২১

চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকের মো. মতিয়ার রহমান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১৭৭৩৬ ভোট।

দর্শনা পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহম্মদ নৌকা প্রতীকের মতিয়ার রহমানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের মো. হাবিবুর রহমান পেয়েছেন ১১৯৪ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা আশকার আলী মোবাইল প্রতীকে পেয়েছেন ৪৩৩ ভোট।

সালাউদ্দীন কাজল/এএইচ/এমকেএইচ