ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মণিরামপুর পৌর নির্বাচনে নৌকার জয়

নিজস্ব প্রতিবেদক | যশোর | প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ৩০ জানুয়ারি ২০২১

যশোরের মণিরামপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী কাজী মাহমুদুল হাসান (নৌকা) ১৪ হাজার ১৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী শহীদ ইকবাল হোসেন (ধানের শীষ) পেয়েছেন ১ হাজার ৭০০ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু তালেব (হাতপাখা) পেয়েছেন ৪১৪ ভোট।

শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটারের ৭৮ শতাংশ ভোট দেন।

রাতে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সহকারী রিটার্নিং অফিসার ও মণিরামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সহিদুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মণিরামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সহিদুর রহমান বলেন, ‘কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেছেন। এ নির্বাচনে নৌকা প্রতীকে ১৪ হাজার ১৯৬ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন কাজী মাহামুদুল হাসান।’

মিলন রহমান/এসআর/এমকেএইচ