ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সরিষাবাড়ী পৌর নির্বাচনে মেয়র হলেন আ.লীগের মনির

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ১১:০১ পিএম, ৩০ জানুয়ারি ২০২১

 

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী মো. মনির উদ্দিন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২৭ হাজার ৪৯৯ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে ফয়জুল কবীর তালুকদার শাহীন পেয়েছেন ৩ হাজার ৪৭১ ভোট। স্বতন্ত্র মেয়র প্রার্থী ফজলুল হক খান নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ১৩৯ ভোট।

এর আগে শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ১৮টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

৯টি ওয়ার্ড নিয়ে গঠিত দ্বিতীয় শ্রেণির সরিষাবাড়ী পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৪২ হাজার ৮৬৯ জন। এরমধ্যে ২১ হাজার ৩৯ জন পুরুষ আর ২১ হাজার ৮৩০ জন নারী ভোটার।

নির্বাচনে তিনজন মেয়র প্রার্থী ছাড়াও কাউন্সিলর পদে ৪৩ জন প্রার্থী ও তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

এসআর/এমকেএইচ