ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাদারীপুরে নৌকার তোরণে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২১

মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে রাতের আধাঁরে নৌকার তোরণ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে পৌর এলাকার কাশিমপুর বাজারে এ ঘটনা ঘটে।

আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, কালকিনি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এস এম হানিফ সরদার। তার সমর্থক পৌর এলাকার কাশিমপুর গ্রামের মো. মোশারফ হোসেন মাস্টারের নেতৃত্বে কাশিমপুর বাজারে কাপড় দিয়ে মোড়ানো একটি নৌকার তোরণ নির্মাণ করা হয়। রাতের আঁধারে দুর্বৃত্তরা তোরণটিতে অগ্নিসংযোগ করেন। এতে নৌকার তোরণটির নিচের অংশ পুড়ে যায়।

এ ঘটনার পর মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে কালকিনি থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।

jagonews24

এদিকে নৌকার তোরণ পোড়ানোর প্রতিবাদে দুপুরে কাশিপুর বাজারে মোশারফ মাস্টার ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদক চায়না খানমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়।

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এস এম হানিফ সরদার বলেন, যারা নৌকার তোরণ পুড়িয়েছে তারা নৌকার গণজোয়ার দেখে ভয়ে পাচ্ছে। আমি এ ঘটনার তিব্র নিন্দা জানাই।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিরউদ্দিন মৃধা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এ কে এম নাসিরুল হক/এসআর/এএসএম