বগুড়ায় পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেফতার ৫
বগুড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেয়ার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (ফেব্রুয়ারি) রাতেই ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে ওইদিন বিকেলে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় বগুড়া শিবগঞ্জ থানার এসআই আনিসুর রহমান বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় সাতজনের নাম উল্লেখ করে এবং ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রামবাসীরা জানান, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আনিস ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিজান পার্শ্ববর্তী সোনাতলা থানায় আসেন। সেখানে তারা ঝিনারপাড়া গ্রামে গিয়ে আবুল কালাম (৪০) নামে একজনকে আটক করে হাতে হ্যান্ড-কাফ লাগান। এ সময় আবুল কালামের স্বজনরা তাকে আটকের কারণ জানতে চান। তখন পুলিশ বলে তার কাছে ফেনসিডিল পাওয়া গেছে। কিন্তু ওই সময় তার স্বজনদের ফেনসিডিল দেখাতে পারেননি পুলিশ কর্মকর্তা আনিস ও মিজান। এতে আবুল কালামের স্বজনরাসহ গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে আবুল কালামকে ছিনিয়ে নেন।
এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান বলেন, এসআই আনিসুর রহমান ও এএসআই মিজান মাদকের আসামি ধরতে থানার সীমান্তবর্তী এলাকা ঝিনারতলা যান। আবুল কালামের কাছে ফেনসিডিল পাওয়া যায়। এ সময় আসামি আবুল কালাম আজাদ চিৎকার করেন। এতে তার আত্মীয়-স্বজন ও স্থানীয়রা এসে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়।
তিনি আরও বলেন, এ মামলায় পাঁচজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
এআরএ/এমএস